টেমস নদীর পাড়ে বসে আ’লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে লাভ হবে না : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ১৭০৮ বার পড়া হয়েছে
বিএনপিকে ক্ষমতায় এনে দেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরো বলেন, টেমস নদীর পাড়ে বসে আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোন লাভ হবে না। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যে কোন সময়ের চেয়ে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তিনি বলেন, বর্তমান বিশ্ব সংকটের মধ্যে দেশের মানুষের কষ্টকে পুঁজি করে সরকার পতনের আন্দোলনের খোয়াব দেখে লাভ নেই। হুমকি ও ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনে আসতে বিএনপিকে আহ্বান জানান ওবায়দুল কাদের।