টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৬১০ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে হত্যাসহ একাধিক মামলার আসামী সন্ত্রাসী আরিফুল ইসলাম নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত যুবক টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালিয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ভোরে টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালিয়াপাড়া এলাকায় সন্ত্রাসী আরিফের অবস্থানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করলে একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে আরিফের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এএসআই রামধন দাশ, সাইফুদ্দিন ও কনস্টেবল রমন দাশ আহত হন বলে জানায় পুলিশ।

 
																			 
																		






















