টুর্নামেন্ট ইতিহাসে ষষ্ঠবারের মতো আইপিএলের ফাইনালে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
টুর্নামেন্ট ইতিহাসে ষষ্ঠবারের মতো আইপিএলের ফাইনালে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ৫৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে।
দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০০ রান তোলে মুম্বাই। ওপেনার কুইন্টন ডি কক পর ঝড় তোলেন সূর্যকুমার জাদব ও ঈশান কিশান। দুজনই তুলে নেন অর্ধশতক। জাদব ৫১ রানে আউট হলেও ৫৫ রানে অপরাজিত ছিলেন ইশান। শেষের দিকে হার্দিক পান্ডিয়ার ১৪ বলে ৩৭ রানের ক্যামিওতে বড় সংগ্রহ পায় মুম্বাই। তিন উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। জবাবে ৮ উইকেটে ১৪৩ রান করতে পারে দিল্লি। মার্কাস স্টয়নিসকে ছাড়া সুবিধা করতে পারেনি কেউই। সবোর্চ্চ ৬৫ রান করেন স্টয়নিস। প্রথম তিন ব্যাটসম্যান সহ ইনিংসে চারজন ফিরেছেন শূণ্য রানে। এদিকে, আজ এলিমিনেটর ম্যাচে খেলবে বেঙ্গালুরু ও হায়দরাবাদ।