টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ’লীগের নতুন কমিটির শ্রদ্ধা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের নতুন কমিটি। দুপুর একটার দিকে দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে তারা শ্রদ্ধা নিবেদন করেন। সফরের দ্বিতীয় দিনে বিকেলে কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হবে।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা হবে। ইতোমধ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ কেন্দ্রীয় নেতারা টুঙ্গিপাড়ায় আছেন। এছাড়া আজ গোপালগঞ্জ, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।