টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে পাকিস্তান

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে পাকিস্তান। শক্তিশালী ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে নিশ্চিন্ত দলটি। টানা দুই জয়ের পর এবার আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে বাবর আজমের দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ছন্দ ধরে রেখেছে পাকিস্তান। টানা তিন জয়ে গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৪৭ রানের সংগ্রহ গড়ে আফগানিস্তান। জবাব দিতে নেমে ছয় বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। অবশ্য রান তাড়ায় শুরুটা মোটেই ভালো হয়নি পাকিস্তানের। নিজেদের ইনিংসের শুরুতেই ধাক্কা খায় তাঁরা। দলীয় ১২ রানে হারায় ফর্মে থাকা মোহাম্মদ রিজওয়ানকে। ব্যক্তিগত ৮ রানে মুজিব উর রহমানের বলে বিদায় নেন রিজওয়ান।