টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে মিশন শুরু করল ওমান

- আপডেট সময় : ০৭:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ঘরের মাঠে বিশ্বকাপ, জয় দিয়ে মিশন শুরু করল ওমান। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয়েছিল ওমান। প্রথম পর্ব বা বাছাই পর্বে এই ম্যাচ জিতে মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল মধ্যপ্রাচ্যের দলটা।
দুপুরে ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে পিএনজির দেয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ওমান।
স্বাগতিক দুই ওপেনারের ব্যাটেই আসে অর্ধশতক। তাতেই ১৩.৪ ওভারে ১০ উইকেটে হারিয়ে দেয় বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা পাপুয়া নিউগিনিকে।
এর আগে দুপুরে টসে হেরে ব্যাট করতে নেমে শূন্য রানেই দুই ওপেনারকে হারায় পিএনজি। এরপর দলের অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনির ৮১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায়। আমিনি ৩৭ রানে ফেরার পর আসাদ তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। আসাদ ভিলা শেষ পর্যন্ত ৫৬ রান করে ফেরেন সাজঘরে। এছাড়া ১৩ রান আসে সেসে বাউ এর ব্যাটে।
ওমানের হয়ে ২০ রানে ৪ উইকেট নেন জিশান মাকসুদ। এছাড়া ২টি করে উইকেট নেন বিলাল খান ও কালিমুল্লাহ।