টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নেদারল্যাণ্ডকে ৭ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড

- আপডেট সময় : ০৯:১৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় দিনের ম্যাচে নেদারল্যাণ্ডকে ৭ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ডাচরা।
শুরুটা মোটেও ভালো হয়নি নেদারল্যান্ডসের। আয়ারল্যান্ডের বোলিং তোপে দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে তারা। অবশ্য তৃতীয় উইকেট জুটির দৃঢ়তায় সেই ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছিল ডাচরা। কিন্তু আইরিশ ঝড়ে বেশ নাকাল অবস্থা তাদের। সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ও’দাউদ ছাড়া কেউই খুব একটা সুবিধা করতে পারেননি। ১১ রান করে দ্রুত সাজঘরে ফেরেন কলিন অ্যাকারম্যান। এরপর রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন বেন কুপার, স্কট এডওয়ার্ডস, রায়ান টেন ডেসকাট। এরপর বাস ডি লিড করেন সাত রান। ম্যাক্স ও’দাউদ দৃঢ়তা দেখিয়ে দলকে টেনে নিয়ে যান। নেদারল্যাণ্ড ১০৬ রানের টার্গেট দেয় আয়রল্যাণ্ডকে। আইসিসির টি-টোয়েন্টি রেঙ্কিংয়ে আয়ারল্যান্ড এগিয়ে রয়েছে। তাদের অবস্থান ১২তম। আর নেদারল্যান্ডস আছে ১৭তম স্থানে।