টি-টুয়েন্টি ২০২০ ও ২০২১ বিশ্বকাপের আয়োজক দেশ অদল-বদল করার পরামর্শ

- আপডেট সময় : ০৮:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এমন পরিস্থিতিতে ২০২০ ও ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ অদল-বদল করার পরামর্শ দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার।
এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা অস্ট্রেলিয়ায়। অক্টোবরে আসর মাঠে গড়ানোর কথা থাকলেও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। তাই এই স্বল্প সময়ের মধ্যে বিশ্বকাপের মতো বড় ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা কঠিন তাদের জন্য। যেহেতু এক বছর পর পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ভারতে। তাই করোনার পরিস্থিতি উন্নত হলে ভারত ও অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে চুক্তি করে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন অদল-বদল করতে পারে বলে মনে করেন গাভাস্কার।
এদিকে, করোনার কারণে এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে আইপিএলের এবারের আসর। একই কারণে শঙ্কা জেগেছে এবারের এশিয়া কাপ নিয়েও।