টি-টুয়েন্টি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল ভারত। সিরিজের শেষ ম্যাচে ক্যারিবিওদের ১৭ রানে হারিয়েছে স্বাগতিকরা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। ৮ বলে ৪ রান করে সাজঘরে ফেরত যায় ওপেনার ঋতুরাজ । শ্রেয়ার্স আয়ার ১৬ বলে ২৫ রান করলেও ইনিংস লম্বা করতে পারেননি রোহিত শর্মা। তবে ভারতকে ১৮৪ রানের বড় সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুরইয়া কুমার ইয়াদব ও ভেঙ্কাটেশ আয়ার। ৩১ বলে ৬৫ রানের ইনিংস খেলেন সুরইয়া। ১৯ বলে ৩৫ রান আসে আয়ারের ব্যাট থেকে। জবাবে ব্যাট করতে নেমে ২৬ রানেই দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরানের ৬১ এবং রোমারিও সেইফহার্ডের ২৯ রানে ভর করে ১৬৭ রান করতে সক্ষম হয় ক্যারিবিওরা।










