টি-টুয়েন্টি ম্যাচে রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। লাহোরের গাদ্দফী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।
টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজে দারুনভাবে ঘুরে দাড়ায় পাকিস্তান। তিন ম্যাচের সিরিজ জিতেছে ২-১ ব্যাবধানে। ব্যাটে-বলে দারুন ছন্দে পাকিস্তান। তিন ওয়ানডেতে দুটি করে শতক অধিনায়ক বাবর আজ়ম ও ইমাম উল হকের। অন্যদিকে স্টার্ক, স্মিথ, কামিন্সদের অনুপস্থিতি ওয়ানডে সিরিজে ভুগিয়েছে অস্ট্রেলিয়াকে। ওয়ানডের ব্যার্থতা ভুলে এ ম্যাচে জয় পেতে মরিয়া অজি শিবির। তবে শেষ ম্যাচে টপ ওর্ডারদের ব্যার্থতা কিছুটা দুশ্চিন্তায় রাখবে অজি অধিনায়ক এ্যরন ফিঞ্চকে।










