টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ চলছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ আজ। টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচ।
প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম কমপ্লেক্সের একাডেমি মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল। দলের সবাই করোনা নেগেটিভ হয়ে মাঠে নামার অনুমতি পান। দীর্ঘ তিন ঘন্টার মত অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অধিনায়ক মাহমুদউল্লাহ পিঠের ব্যাথায় ভুগলেও হাল্কা অনুশীলন করেছেন। তবে, শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলছেন না মাহমুদউল্লাহ। এদিকে, সাকিব আল হাসান আইপিএলে খেলার কারণে দলের সাথে যোগ দেননি। তাই তিনিও খেলবেন না প্রথম প্রস্তুতি ম্যাচ। ১৪ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।