টি-টুয়েন্টি বিশ্বকাপের মিশনে ওমানে পৌঁছাল বাংলাদেশ ক্রিকেট দল

- আপডেট সময় : ১২:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
অবশেষে নানা নাটকীয়তার পর টি-টুয়েন্টি বিশ্বকাপের মিশনে ওমানে পৌঁছাল বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছায় টাইগাররা।
এর আগে, ওমানে ঘূর্ণিঝড় শাহীনের কারণে বাংলাদেশের যাত্রা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। কয়েক দফা পেছানো হয় ফ্লাইটের সময়। পরে নানা নাটকীয়তার পর প্রায় আড়াই ঘন্টার পর ওমানের উদ্দেশে ঢাকা বাংলাদেশ দল। আইপিএলে খেলার কারণে বহরে ছিলেন না সাকিব ও মোস্তাফিজ। তবে ওমানে বিশ্বকাপ মিশন শুরুর আগেই দলের সাথে যোগ দেবেন তারা। মাস্কাটে একদিনের কোয়ারেন্টাইন শেষে তিনদিন অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আরব আমিরাতে যাবে বাংলাদেশ। এরপর আবারও ওমানে ফিরবে দল। ১৭ অক্টোবর বাছাই পর্বের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বিশ্বকাপে টাইগারদের প্রত্যাশা অনেক, তবে আপাতত বাছাই পর্বেই মনোযোগ ক্রিকেটারদের।