টিসিবি’র ভুল নীতিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
টিসিবি’র ভুল নীতি বাজারে সরবরাহ ব্যবস্থা নষ্ট করায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম চেম্বার। সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এই অভিযোগ করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
তিনি বলেন, আমদানি করা পণ্য ভর্তুকিমুল্যে সাধারণ মানুষের মাঝে বিক্রি করার কথা। অথচ, স্থানীয় বাজার থেকে পণ্য কিনে বিক্রি করছে টিসিবি। এতে খোলা বাজারে সংকট আরো বাড়ছে। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। অন্যদিকে বাজারের অস্থিরতা আরো ঘনিভূত হচ্ছে। এতে ব্যবসায়ীদের দুর্নাম বাড়ছে। বাজারে স্থিরতা ফেরাতে হলে উৎসব পার্বনের অন্তত দুই মাস আগে আমদানি নীতি ঢেলে সাজাতে হবে। প্রয়োজনে নিত্যপণ্যর কর কমিয়ে বাজার স্বাভাবিক রাখার আহবান জানায় চট্টগ্রাম চেম্বার। এতে ব্যবসায়ী সংগঠনের নেতা ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










