টিসিবির গাড়ি দেরিতে আসায় ক্রেতাদের ক্ষোভ
- আপডেট সময় : ০৮:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
রাজধানীতে টিসিবির গাড়ি নির্ধারিত সময়ে গন্তব্যে না পৌঁছায়, অস্থিরতা দেখা দেয় অপেক্ষমান মানুষের মাঝে। নিত্যপণ্য নিয়ে গাড়ি আসা মাত্রই সবাই হুমড়ি খেয়ে পড়েন। তীব্র যানজটের কারণে গাড়ি নির্দিষ্ট সময়ে ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছে না বলে জানায় টিসিবি।
তপ্ত রৌদে পুড়ে টিসিবির ন্যায্য মূল্যের পণ্যবাহী ট্রাকের জন্য অপেক্ষার প্রহর গুণছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
নির্ধারিত সময়ে পণ্য নিয়ে ট্রাক না আসায় অনিশ্চয়তা সবার মাঝে। বিলম্বের কারণে ক্ষোভ জানান তারা।
টিসিবির ট্রাক আসলেও শেষ পর্যন্ত পণ্য পাবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা।
বিলম্বে টিসিবির পণ্যবাহী ট্রাক পৌঁছালে, সারিবদ্ধ মানুষের মাঝে তৈরী হয় বিশৃঙ্খলা।
সাধারণ মানুষের ভোগান্তির কথা স্বীকার করেন টিসিবির পণ্য বিক্রেতারাও।
তীব্র যানজটের কারণে টিসিবির পণ্যবাহী ট্রাক নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না বলে জানান তেজগাঁও গুদাম কর্মকর্তা জামাল হোসেন।
নির্ধারিত সময়ে টিসিবির পণ্যবাহী ট্রাক কেন্দ্রে এসে পৌঁছাবে-এমনটাই প্রত্যাশা সবার।










