টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার নিয়েছেন রেলমন্ত্রী

- আপডেট সময় : ০৩:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
মন্ত্রীর আত্মীয়কে জরিমানাকারী টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেলভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
একই সঙ্গে পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনকে শোকজের নির্দেশদেন তিনি । ৪ মে দিবাগত রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে মন্ত্রীর আত্মীয় পরিচয়ে তিন যাত্রী টিকিট ছাড়া ভ্রমন করছিলেন। এ কারনে তাদের জরিমানা করেন টিটিই। পরে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া টিটিই মো. শফিকুল ইসলামকে রেলওয়ে জংশন ঈশ্বরদী হেডকোয়ার্টারের সঙ্গে যুক্ত। ঘটনার পর সমালোচনার মুখে পুরো বিষয়টি তদন্তে নামে রেল কর্তৃপক্ষ ।
রেলের টিকিট পরীক্ষক শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহণ কর্মকর্তা ঘটনা তদন্ত করবেন।