টিআইবির বক্তব্য মনগড়া, ক্রুটিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
টিআইবি রাজনৈতিক ইস্যুতে বিবৃতি দিয়ে প্রমাণ করেছে তাদের বক্তব্য মনগড়া, ক্রুটিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আরো বলেন, নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলে দাবিতে আইন হচ্ছে, বাংলাদেশের নির্বাচন বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ অভিনন্দনও জানানোসহ বিশ্ব নেতারা সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। টিআইবির প্রতিবেদন দেশের ভাবমূর্তি নষ্ট করেছে বলেও জানান তিনি। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতারাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মীরা উপস্থিত ছিলেন