টিআইবির কার্যক্রমে কোন স্বচ্ছতা নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
টিআইবির কার্যক্রমে কোন স্বচ্ছতা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ধরনের প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক দলের বিরুদ্ধে বিবৃতি দেয়ায় তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে।
জাতীয় প্রেসক্লাবে ওভারসিজ করেসপনডেন্টস এসোসিয়েশন এর মিট দ্যা ওকাব অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন তবে, এর কিছু অপব্যবহার হয়েছে বলে স্বীকার করেন তিনি। এই আইন সংশোধনে সরকার কাজ করছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, অনেকেই অপসাংবাদিকতা করছেন। এদের চিহ্নিত করতে প্রকৃত সাংবাদিকদের ডাটাবেজ তৈরিতেও কাজ করছে সরকার।মন্ত্রী জানান, গণমাধ্যম কর্মী আইন পাস হলে সাংবাদিকরা সুরক্ষা পাবেন। প্রয়োজনীয় সংশোধন-সংযোজন করে এই আইন পাস করা হবে।