টান টান উত্তেজনায় কাল ইভিএমে কুমিল্লার সিটি নির্বাচনে ভোট

- আপডেট সময় : ০১:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন আগামীকাল। বুধবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। এখন চলছে ভোটগ্রহণের প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ ভোটগ্রহণের সকল সরঞ্জাম।
টানটান উত্তেজনার মধ্য দিয়ে গতরাতে শেষ হয়েছে নির্বাচনের প্রচার-প্রচারণা। সোমবার মধ্যরাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় প্রচার চালান প্রার্থীরা। এখন চলছে ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল প্রেরণ। প্রধান প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে ‘টাকা ছড়ানোর’ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।এবারের নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫ কেন্দ্রে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন এবং নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন। সব কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট দিয়ে সাধারণ ভোটাররা বেছে নেবেন পছন্দের প্রার্থী। নির্বাচিত করবেন গোমতী পারের শহর কুমিল্লার নতুন মেয়র। সকাল থেকে নগরীর জেলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। সেইসঙ্গে কেন্দ্রের জন্য নির্ধারিত পুলিশ ও আনসার সদস্যরাও সরঞ্জামের সঙ্গে কেন্দ্রে যাচ্ছেন। রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানান, একটি অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠে রয়েছেন অর্ধশতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসক, পুলিশ সুপার সজাগ রয়েছেন। এছাড়া বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।