টানা শৈত্যপ্রবাহে এখনও বিপর্যস্ত দেশের বেশিরভাগ জনপদ

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
গেল কয়েকদিনের টানা শৈত্যপ্রবাহে এখনও বিপর্যস্ত দেশের বেশিরভাগ জনপদ।
যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ দিনের বেশিরভাগ সময় ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় এবং শৈত্য প্রবাহে চরম বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ।
ময়মনসিংহে টানা কয়েক দিনের শৈত্যপ্রবাহে বেড়েই চলেছে দুর্ভোগ। শীত উপেক্ষা করে কর্মস্থলে ছুটে চলা মানুষের ভোগান্তির শেষ নেই।
গাইবান্ধায় গেল কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়ছে শীতার্ত মানুষ। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা। এদিকে, জেলা পুলিশের আয়োজনে চালক ও হেলপারদের মাঝে বিতরণ করা হয়েছে শীতের পোশাক।