টানা তৃতীয় মেয়াদে ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল

- আপডেট সময় : ১০:৪৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
টানা তৃতীয় মেয়াদে ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল।
দুপুরে দিল্লির রামলীলা ময়দানে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজারো মানুষ। কেজরিওয়ালকে শপথ বাক্য পাঠ করান লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল। পরে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মণীশ সিসৌদিয়া। অনুষ্ঠানে দিল্লির বিভিন্ন স্কুল-কলেজের ৫০ শিক্ষক-শিক্ষিকা, চিকিৎসক, পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারী শিক্ষার্থী, অটোচালক এবং সাফাইকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছিলো। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি শপথ অনুষ্ঠানে আসেননি। আজ মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নৈশভোজে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা ঠিক করবেন কেজরিওয়াল। মঙ্গলবার দিল্লির বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে বিপুল ভোটে পরাজিত করে জয় পায় কেজরিওয়ালের নেতৃত্বে আম-আদমি পার্টি। এর মধ্য দিয়ে তৃতীয় বারের মতো সরকার গঠন করলো কেজরিওয়াল।