টানা তিন বার দেশ পরিচালনার সুযোগ দেয়ার জন্য জনগণকে ধন্যবাদ
- আপডেট সময় : ০৮:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
- / ১৬১১ বার পড়া হয়েছে
টানা তিন বার আওয়ামী লীগকে দেশ পরিচালনার সুযোগ দেয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, টানা তৃতীয় বার সরকার অপরিবর্তিত থাকায় উন্নয়ন কাজগুলোর মান সঠিক রেখে ঠিক সময়ে বাস্তবায়িত হচ্ছে।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, ফাস্ট ট্র্যাক মনিটরিং কমিটির পঞ্চম বৈঠকে এসব কথা বলেন তিনি। পদ্মা বহুমুখী মূল সেতুর ৮৫ দশমিক ৫ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কমিটি। পদ্মা সেতুসহ ফাস্ট ট্র্যাকভুক্ত ১০টি প্রকল্পের প্রতিটির অগ্রগতির চিত্র তুলে ধরা হয় এ সভায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় জানানো হয়, পদ্মা বহুমুখী প্রকল্পের পুরো কাজের ৭৬ দশমিক ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাস্ট ট্র্যাক প্রজেক্টের প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে জানেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। ফাস্ট ট্র্যাক মনিটরিং কমিটি চলমান ১০টি প্রকল্পেরই অগ্রগতির চিত্র তুলে ধরে জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ৩টি প্যাকেজের প্রি-ইন্সপেকশন শেষ হয়েছে। এছাড়া, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, পায়রা বন্দর নির্মাণ, এলএনজি ও এলপিজি টার্মিনাল নির্মাণকাজের অগ্রগতি দৃশ্যমান।





















