টানা ছুটিতে পর্যটকের ঢল কক্সবাজারে

- আপডেট সময় : ০৪:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
টানা কয়েক দিনের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে সৈকত নগরী কক্সবাজারে। হোটেল-মোটেল খালি না থাকায় ফুটপাত, সৈকতের বালিয়াড়ি ও বাসে রাত্রিযাপন করছেন অনেকেই। কানায় কানায় পরিপুর্ণ ৫ শতাধিক হোটেল-মোটেল গেস্ট হাউস।
টানা ছুটিতে দেশের বিভিন্ন জায়গা থেকে এসব পর্যটক ভ্রমণে এসেছেন কক্সবাজারে। ফলে বাড়তি চাপ সামলাতে হচ্ছে পর্যটক সেবীদের। তবে টেকনাফ থেকে সেন্টমাটিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় কিছুটা হতাশ পর্যটকরা। যদিও বিভিন্ন জায়গায় আবাসিক হোটেল, রেস্তোঁরা এবং পরিবহন মালিকদের বিরুদ্ধে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠছে। তবে পর্যটক হয়রানীর রোধে কয়েকজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সবগুলো পয়েন্টে ভ্রাম্যমান আদালতের মোবাইল টিম কাজ করছে বলে জানান জেলা প্রশাসক মামুনুর রশীদ। একই সঙ্গে সব ধরণের দুর্ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ।