টাঙ্গুয়ার হাওরে পর্যাপ্ত পরিমান পাখি নেই

- আপডেট সময় : ০৩:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট পাখির অভয়াশ্রম খ্যাত টাঙ্গুয়ার হাওরে পর্যাপ্ত পরিমান পাখি নেই। সংশ্লিষ্টরা জানান, অসাধু পাখি শিকারীদের উৎপাত, হাওরা গাছপালা কমে যাওয়া এবং সীমান্তে ভারতীয় ল্যাম্পপোস্টের লাইটের কারণেই কমে গেছে পাখি আসা। ফলে সৌন্দর্য পিপাসু পর্যটকরা হতাশ হবার পাশাপাশি ক্ষোভ-অসন্তোষ প্রকাশ করছে হাওরবাসী।
দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট’ খ্যাত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরটি অতিথি পাখির অভয়াশ্রম। প্রতি বছর শীত মৌসুমে, সূদুর সাইবেরিয়াসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ২১৯ প্রজাতির পাখির মিলনমেলায় পরিনত হয়। পাখির কিচিমিচির কলরবে ঘুম ভাঙে হাওরপাড়ের মানুষের। অতিথি পাখি আর টাঙ্গুয়ার হাওরের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে হাজারো পর্যটক ভীড় জমান।
কয়েক বছর ধরে হাওরে অতিথি পাখির বিচরন কমে গেছে। এবার যে পরিমান পাখি রয়েছে তা অন্য বছরের তুলনায় অনেক কম। সীমান্তে ভারতের ল্যাম্প পোষ্টের লাইট, গাছ পালা না থাকা আর অসাধু পাখি শিকারীদের কারণেই পাখির উপস্থিতি কমছে। এতে হতাশ পর্যটকরা। ক্ষুব্ধ হাওরপাড়ের মানুষ।
হাওরে গাছপালা লাগিয়ে পাখিদের অভয়াশ্রম তৈরীর দাবি জানান পরিবেশবিদরা। আর হ্যাজাক লাইট দিয়ে পাখি শিকার বন্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানান হাওরের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। টাংগুয়ার হাওরসহ সুনামগঞ্জের সকল হাওরে অতিথি পাখি নিধন বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিবেন এমনটাই প্রত্যাশা পর্যটক ও স্থানীয়দের।