টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপ-নির্বাচন কাল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপ-নির্বাচন কাল। ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সবগুলো কেন্দ্রে ইভিএম এ ভোট নেয়া হবে। দুপুরের পর হতে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে। আসনটিতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন অফিস থেকে সরঞ্জাম বুঝে নিচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তারা। এতে সহযোগিতা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসনটিতে ভোটারের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৩৭৯জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭০ হাজার ৫০১ ও নারী ১ লাখ ৬৯ হাজার ৭৮ জন। এছাড়া, ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। আওয়ামী লীগের খান আহমেদ শুভ, জাতীয় পার্টির জহিরুল হক জহির, ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী, কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।