টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে এখন চলছে গণনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। জেলায় এবারই প্রথম ইভিএমে ভোট হয়েছে। উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পুরো নির্বাচনী এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। একজন জুডিশিয়াল ও ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়াও চার প্লাটুন বিজিবি ও গোয়েন্দা পুলিশের মোবাইল টিম কাজ করছে। আসনটিতে ভোটার মোট ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ জন। গত ১৬ নভেম্বর সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।