টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনের ভোট চলছে

- আপডেট সময় : ১২:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনের ভোট চলছে। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। জেলায় এবারই প্রথম ইভিএমে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালের দিকে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। উপনির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পুরো নির্বাচনী এলাকায় চার স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হয়েছে। একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়াও চার প্লাটুন বিজিবি, ৮১০জন পুলিশের ১০টি মোবাইল টিম গোয়েন্দা পুলিশের মোবাইল টিম কাজ করছে। এছাড়াও প্রায় সাড়ে ১৮শ আনসার সদস্য ভোট কেন্দ্রে দায়িত্বপালন করছে। নির্বাচনে মোট ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ জন ভোটার ১২১টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ১২১টি কেন্দ্রের মধ্যে ঝুকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৫৭টি আর সাধারণ কেন্দ্র রয়েছে ৬৪টি। গেলো ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন