টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় রাত থেকে সকাল পর্যন্ত দুই দফায় সেতুতে টোল আদায় বন্ধ ছিল। আর এতেই মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়। ভোর থেকে মহাসড়কের বঙ্গবন্ধু পূর্ব থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। ফলে রাত থেকে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কের যাত্রী ও চালকরা। এ ছাড়া ঢাকামুখী কাঁচামাল বহনকারী পরিবহনগুলো বেশি বিপাকে পড়ে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজটের কারণে টোলপ্লাজা আধাঘন্টা বন্ধ রাখা হয়। তাছাড়া বৃষ্টির কারণে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে গাড়ি চলাচল করছে। মহাসড়কে পুলিশ কাজ করছে । দ্রুতই যানচলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।