টাঙ্গাইলে মহিষের আক্রমণে এক আ’লীগ নেতার মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- / ১৭২৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের দেলদুয়ারে মহিষের আক্রমণে চিকিৎসাধীন অবস্থায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।
তিনি উপজেলার লাউহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান। সোমবার রাতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে গতকাল দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের কিতাব আলী মারা যায়। এ ছাড়াও রবিবার হাজেরা বেগম নামের এক নারী নিহত হন। এ ঘটনায় আহত হন কমপক্ষে ১৫ জন। তারা ঢাকাসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।













