টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন
- আপডেট সময় : ০৫:১৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ১৭৫২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন হয়েছে। দিন দিন বাড়ছে চাষাবাদ। ফলন বৃদ্ধি সাথে সাথে কৃষকরা লাভবান হলেও ব্যবসায়ীরা বলছে ভিন্ন কথা। পরিবহন খরচ বৃদ্ধিসহ নানা কারণে লাভের মুখ দেখছেন না তারা। তবে কৃষি বিভাগ বলছে, আনারসের বিশ্ব বাজার ধরতে নানা উদ্যোগ নিয়েছে সরকার।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আনারসের দেশজুড়ে সুনাম বহুদিনের। কিছুদিন আগেও কৃষক আনারস চাষে ক্ষতিকারক কীটনাশক ব্যবহার হলেও সম্প্রতি শতভাগ প্রাকৃতিক উপায়ে চাষ হচ্ছে। মধুপুরের মাটি আনারস চাষে উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে আনারস চাষ।
মধুপুরের এ আনারসের রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ইতিহাস। শত বছর পূর্বে এক আদিবাসী প্রথমে এ আনারসের আবাদ শুরু করে মধুপুর অঞ্চলে।
মধুপুরের জলছত্র বাজারটি আনারসের হাট। প্রতিদিন কোটি টাকার বেচাকেনা হয় এখানে। দেশের বিভিন্ন স্থানের পাইকার সেই আনারস কিনে নিয়ে যান। আকার ভেদে ২০ থেকে ৬০ টাকা ধরে প্রতিটি আনারস বিক্রি হয়।
পরিবহন খচর বৃদ্ধিসহ নানা কারণে লাভ আগের চাইতে কমে গেছে। এ জন্য ব্যবস্থা নিতে সরকারে প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
আনারস চাষে উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগের নানামুখী উদ্যোগে প্রতিনিয়তই বাড়ছে চাষীর সংখ্যা।
চলতি বছরে টাঙ্গাইল জেলায় মোট আনারসের চাষ হয়েছে ৯ হাজার হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৩৪ হাজার মে.টন।





















