টঙ্গীতে বেতন ভাতার দাবিতে শ্রমিক আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ
- আপডেট সময় : ০৬:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
টঙ্গীতে বেতন ভাতার দাবিতে শ্রমিক আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি এস আলমসহ বেশ কিছু পুলিশ সদস্য আহত।
গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকার বেলাটেক্স লিমিটেড এর শ্রমিকরা শ্রমিক ছাটাই বন্ধ, বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনে নামে। এসময় ঢাকা ময়মনসিংহ সড়ক আবরোধ করে আন্দোলনরত শ্রমিকেরা। ফলে, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকালে সাড়ে ৮টার দিকে এই আন্দোলন শুরু হয়। আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরে আসতে বল্লে শ্রমিকেরা পুলিশের ওপর চড়াও হয়ে পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছোড়ে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারশেলও নিক্ষেপ করা হয়। এসময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি এস আলম সহ বেশ কিছু পুলিশ সদস্য আহত হন।





















