ঝুঁকি নিয়ে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে “আলেশা মার্ট”

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
“আলেশা মার্ট” নিউ জেনারেশন ই-কমার্স সাইট কাস্টমাইজড সেবার মাধ্যমে নিশ্চিত করছে ঝামেলাহীন অনলাইন কেনাকাটা। তাই গ্রাহকদের কল্যাণে আলেশা মাঠ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মনজুর আলম শিকদার। তিনি বলেন, ঝুঁকি নিয়ে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটি।
সকালে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আলেশা হোল্ডিংসের পথচলা নিয়ে বিস্তারিত তুলে ধরে তিনি আরো বলেন, আলেশা মার্ট করোনাকালে প্রায় ৫০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। এছাড়াও ২২ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তা আলেশা মার্ট কমার্শিয়াল ট্রান্সজাকশন প্ল্যাটফর্মের হয়ে কাজ করছে বলে জানান তিনি। এ সময় গ্রাহকদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান মনজুর আলম শিকদার।