ঝুঁকি নিয়ে কাজ করছেন সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের তৈরীপোশাক শ্রমিকরা

- আপডেট সময় : ০৭:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
দেশে করোনা আতঙ্কের মধ্যেই ঝুঁকি নিয়ে এখনো কাজ করছেন সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের তৈরীপোশাক শ্রমিকরা। তবে বিজিএমইএ সভাপতি রুবানা হক এরই মধ্যে কারখানাগুলোতে ছুটি ঘোষণার আহ্বান জানিয়েছেন। এদিকে, প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশনা দেয়ার পাশাপাশি শ্রমিকদের ছুটি দেয়ার বিষয়টি নীতিনির্ধারকদের বলে মন্তব্য করেছেন কর্মকর্তারা।
শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় কাজ করে কয়েক লাখ শ্রমিক। করোনা ভাইরাস মোকাবিলায় যথেষ্ট পরিমানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলেও বাড়ী থেকে কর্মস্থলে যাওয়া আসার পথে অনেকটাই অনিরাপদ হয়ে উঠেন তারা। বাড়ী থেকে দল বেধেঁ গায়ে গাঁ ঘেষে ছুটে যাচ্ছেন নিজ নিজ কর্মস্থলে। এতে করোনার মোকাবিলার সফলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে পোশাক খাতের শ্রমিক আর বাড়ী মালিকদের মাঝে।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানান, এরই মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষকে চলাচল করতে বলা হয়েছে। দেয়া হয়েছে বিভিন্ন দিক নির্দেশনা।
এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঝুঁকিমুক্ত রাখবেন পোশাক শ্রমিকদের- ঝুঁকিমুক্ত হবে এলাকাবাসী– এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।