ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে হবিগঞ্জ শহরের পাশে খোয়াই নদীর সেতু দুটি

- আপডেট সময় : ০৮:২৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৬০৫ বার পড়া হয়েছে
ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে হবিগঞ্জ শহরের পাশে খোয়াই নদীর সেতু দুটি। ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে তিন উপজেলার কয়েক হাজার মানুষ ও শত শত যানবাহন। প্রকল্প পাশ হলেই সেতু দুটি নির্মাণ করা হবে বলে জানায়, সড়ক ও জনপথ কর্তৃপক্ষ।
হবিগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে চলা খোয়াই নদীর উপর নির্মিত কিবরিয়া সেতু ও খোয়াই সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সতর্ক করে সাইনবোর্ড দেয়া হলেও সংস্কারে নেই তেমন কোনো উদ্যোগ। ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছে নবীগঞ্জ, বানিয়াচং ও আজমিরিগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষ।
সেতু দিয়ে যাতায়াত করায় যানবাহনের যন্ত্রপাতি নষ্ট হওয়াসহ ঘটছে নানা দুর্ঘটনা। সড়ক বিভাগ মাঝে মধ্যে মেরামত করে। কিন্তু কিছুদিন পর আবারও সেতুর স্লাব ও নিচের পিলার ভেঙে যায়। যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। শিগগিরই নতুন সেতু নির্মানের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
প্রকল্প পাশ হলেই সেতু দুটি নির্মাণ করা হবে বলে জানায় সড়ক ও জনপথ।
নতুন করে সেতু নির্মানে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে এলাকাবাসী।