ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করছে মুবাছড়ি ইউনিয়নবাসী

- আপডেট সময় : ০৪:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ১৫১২ বার পড়া হয়েছে
ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করছে মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নবাসী। জরাজীর্ণ ছোট্ট সেতুটির দুইপাশের দেয়াল ধসে মাটি সরে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়েছে বিগত বন্যায়।এখন সেতুটি দুই পাশের কোন কিছু ছাড়াই দাঁড়িয়ে আছে। বর্ষার আগে পুন: নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
সেতুটি ছোট কিন্তু জন গুরুত্বপূর্ণ, মুবাছড়ি ইউনিয়নের সাথে যোগাযোগের এটি একমাত্র সড়ক।এই সড়ক দিয়ে অফিস-আদালত, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের আসা-যাওয়াসহ উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত ও আনা-নেয়া করা হয়। সংযোগ করেছে উপজেলা সদরের সাথে পুরো ইউনিয়নের। জরাজীর্ণ ছোট্ট সেতুটির দুইপাশের সড়কের ধারক দেয়াল ধসে মাটি সরে গেছে বিগত বন্যায়। এখন সেতুটি দুই পাশের কোন কিছু ছাড়া দাড়িয়ে আছে। যে কোন মুহুর্তে ধসে যেতে পারে।
এলাকাবাসী নিজেদের টাকায় বাঁশ আর কাঠ দিয়ে কোনোমতে চলাচল করছে। যা অত্যান্ত ঝুঁকিপূর্ণ, যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুঘর্টনা। এলাকাবাসীদের দাবি, সেতুটি আগামী বর্ষা বা কাপ্তাই বাধের পানি আসার আগে মেরামত বা নতুনভাবে না করলে একেবারে বন্ধ হবে সড়ক যোগাযোগ ব্যবস্থা।
খাগড়াছড়ির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা বলেন,হাইসপাড় লেভেলটা কম থাকায় আবার সংশোধনের জন্য পাঠানো হয়। বর্ষা মৌসুমের আগে কাজ শুরু করা হবে।
যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার আগে, এলাকার উন্নয়ন ও জনগণের কথা চিন্তা করে সরকার যেন, আগামী বর্ষার আগে একমাত্র সড়কের ছোট্ট এই সেতুটি দ্রুত পুনঃনির্মানের ব্যবস্থা করেন এমটাই দাবি এলাকাবাসীর।