ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দলের জরিপ

- আপডেট সময় : ০১:৪৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সিলেটে বন্ধ থাকা ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দলের জরিপ। ৬ মাসের মধ্যে প্রতিবেদন পেলে ভবনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে সিলেট সিটি করপোরেশন ।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা কাজ করছেন। বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ভবনগুলোর ঝুঁকির মাত্রা নিশ্চিত করে প্রতিবেদন দিলে পরবর্তী করণীয় ঠিক করা হবে। জরিপ দলের প্রধান জানিয়েছেন, সিলেট সিটি কর্পোরেশনের ভেতরের সব ভবনে পরীক্ষা নীরিক্ষা চলবে। সমন্বয়ে থাকবে কর্পোরেশনের কর্মকর্তারা। জরিপ দলে আরো আছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা। সব ভবন পরীক্ষা শেষে প্রতিবেদন দিতে ৬ থেকে ৮ মাস সময় লাগতে পারে। গত ২৯ ও ৩০ মে টানা দুই দিনে অন্তত ১০ দফা ভুমিকম্প হয় ওই অঞ্চলে। আগাম প্রস্তুতি হিসেবে ৬টি মার্কেটসহ নগরীর প্রায় ২৪টি ভবন সিটি কর্পোরেশনের নির্দেশে বন্ধ রাখা হয়েছে। ৯ দিনের মাথায় আবারো ভুমিকম্প হলে জরিপের সিদ্ধান্ত নেয়া হয়।