ঝিনাইদহ-৪ আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
- / ১৯৯৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সংসদে তার আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। সম্প্রতি ভারতের মাটিতে খুন হয়েছেন। তবে এখনো তার মরদেহের সন্ধান পাওয়া যায়নি। এদিকে জাতীয় সংসদের পক্ষ থেকে আনোয়ারুল আজিমের আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করার কথা। নির্বাচন কমিশনেরও ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। আনোয়ারুল আজিম একাধারে সংসদ সদস্য ও পরিবহণ ব্যবসায়ী। তার স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব পরিচালনার জন্যও মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি। ১২ মে চিকিৎসার জন্য ব্যক্তিগত সফরে ভারতে যান টানা তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। গণমাধ্যম ও ডিবির তথ্য অনুযায়ী, ১৩ মে রাতে খুন করা হয় এনপি আনারকে।