ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নারীসহ ৯ দালালকে আটক করেছে ডিবি পুলিশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নারীসহ ৯ দালালকে আটক করেছে ডিবি পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে কারাদণ্ড দেয়া হয়।
দুপুরে ডিবি পুলিশ ও জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে দালালচক্র বাইরের ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে নিয়ে যাচ্ছিলো। ডিবি পুলিশ ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে ৫ জন নারী ও ৪ জন পুরুষ দালালকে আটক করে। পরে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, নারীদের ১০০ টাকা করে ও পুরুষদের ২০০ টাকা করে জরিমানা করে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ৩০ বছর পর আজিজুল নামে সাজাপ্রাপ্ত এক ডাকাতকে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। চট্টগ্রাম মহানগরীর চান্দগাও থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। ৩০ বছর পর তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।