ঝিনাইদহ পাবনা ও যশোরে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহ, পাবনা ও যশোরে গত কয়েকদিনের তীব্র তাপদাহে অতিষ্ঠ করে তুলেছে জনজীবন।
ঝিনাইদহে সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষের জীবন চরম বিপাকে। সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। অনেকেই কাজের ফাঁকে ফাঁকে একটু বিশ্রাম নিচ্ছেন।
তীব্র তাপদাহে দূর্বিষহ হয়ে পড়েছে উত্তরের জেলা পাবনার জনজীবন। রোদের তীব্রতায় হাসঁফাঁস করছে মানুষ। এই গরমে কাজ করতে গিয়ে সীমাহীন দূর্ভোগে পড়েছে দিনমজুর আর শ্রমিকরা। গরমে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। খুব প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের হচ্ছে না মানুষ।
তীব্র তাপদাহে নাকাল যশোরবাসী। দুপুরে জেলায় ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, দিনশেষে তাপমাত্রা আরো বেশি রেকর্ড হতে পারে। গতকাল এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল।
























