ঝিনাইদহ ও দিনাজপুরে বিশ্ব এইডস দিবস পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
‘সারা বিশ্বের ঐক্য এইডস্ প্রতিরোধে সবাই নিব দায়িত্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ ও দিনাজপুরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
এইডস্ প্রতিরোধকে সামনে রেখে ঝিনাইদহ বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। স্বাস্থ্য বিভাগের আয়োজনে সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি রেলী করা হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারারা।
এদিকে, দিনাজপুরেও পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস। এসময় দুই দেশের পণ্য পরিবহনে জড়িত পরিবহন শ্রমিকদের যেন রক্ত পরীক্ষার ব্যবস্থা নেয়া হয় সেদিকে সংশ্লিষ্টদের নজর দেয়ার ব্হ্বান জানান হয়।


















