ঝিনাইদহে সদ্যভূমিষ্ঠ সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মা ও নানীর বিরুদ্ধে

- আপডেট সময় : ০৫:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৬৬১ বার পড়া হয়েছে
ঝিনাইদহে সদ্যভূমিষ্ঠ সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মা ও নানীর বিরুদ্ধে। গতরাতে ঝিনাইদহ সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, জেলার কালীগঞ্জের কাদিরকোল গ্রামে আতিয়ার রহামনের মেয়ে নুরুন্নাহার প্রসব বেদনা নিয়ে গত রাতে হাসপাতালে ভর্তি হন। রাত ৯ টার দিকে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় তিনি। পরে শিশুটিকে নিয়ে তার নানী ওয়ার্ড থেকে বের হন। কিচ্ছুক্ষণ পর শিশুটিকে হাত পা ভাঙ্গা অবস্থায় ওয়ার্ডে নিয়ে আসে নানী। নার্সরা বিষয়টি চিকিৎসককে জানালে শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। পরে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় মা নুরুন্নাহার ও নানী কমেলা বেগমসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শিশুটি অবৈধ সম্পর্কের বলে দাবি তার মায়ের। পরে পরকীয়া সম্পর্কে জড়ানো ব্যাক্তিকেও আটক করে পুলিশ। শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নরয়েছে।