ঝিনাইদহে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সারাদেশের সাথে ঝিনাইদহেও শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি।
সকাল থেকে জেলা শহরের উজির আলী স্কুল মাঠ ও পানি উন্নয়ন বোর্ড এলাকায় পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ। এই দুই স্থানে বিক্রির জন্য ২ হাজার কেজি পণ্য আনা হয়। ট্রাক সেলে প্রতিজন ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ১শ’ টাকা লিটার দরে ৪ লিটার সয়াবিন ও ৫৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারছেন। তবে সেখানে মানা হচ্ছে না বিধি। গাদা-গাদি করে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে দেখা গেছে।