ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় এমপি আব্দুল হাই। এসময় জেলা প্রশাসক মজিবর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের আয়োজনে শুরু হওয়া এ টুর্নামেন্ট চলবে আগামী আগামী ১০ জুন পর্যন্ত। এতে ৬ উপজেলার পৌরসভার বালক ও বালিকারা অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে মুখোমুখি হয় ঝিনাইদহ মহেশপুর ও কালীগঞ্জ উপজেলা একাদশ।