ঝিনাইদহে প্রথমবারের মত গুটি সার উৎপাদন
- আপডেট সময় : ০৪:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহে প্রথমবারের মত উৎপাদন হচ্ছে গুটি সার। রাসায়নিক সারের অপচয় রোধ, উৎপাদন খরচ হ্রাস আর কৃষককে সহযোগিতা করতেই এমন উদ্যোগ। এদিকে, এ সার তৈরিতে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করার আশ্বাস কৃষি বিভাগের।
নির্ধারিত অনুপাতে ইউরিয়া,পটাশ ও ডিওপি সার একত্রে ঢেলে প্রথমে তৈরি করা হচ্ছে একটি সুষম মিশ্রণ। এই মিশ্রণটি স্থানীয়ভাবে তৈরি একটি বিশেষ মেশিনে ঢালা হলে শুরু হয় প্রক্রিয়াজাতকরণ। যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মিশ্রিত সার ধীরে ধীরে গুটি আকার ধারণ করে বের হয়ে আসে। প্রস্তুত হওয়া এসব গুটি সার পরে কিছুটা শুকিয়ে করা হয় সংরক্ষণ।
২০১১ সালে কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে গুটি সার উৎপাদন শুরু করেন কৃষক আরুল হক। রাসায়নিক সারের অপচয় রোধ, উৎপাদন খরচ হ্রাস আর কৃষককে সহযোগিতা করতেই তার এই উদ্যোগ।
প্রচলিত ছিটানো সারের তুলনায় গুটি সার ব্যবহারে সারের পরিমাণ কম লাগছে যে কারণে কমছে উৎপাদন খরচ। সেই সাথে জমিতে কম হচ্ছে আগাছা। এতে লাভবান হচ্ছেন কৃষকরা।
কৃষি কর্মকর্তারা বলছেন, গুটি সার প্রয়োগের ফলে বজায় থাকছে মাটির গুণগত মান। কমে পরিবেশগত ঝুঁকিও। তাই গুটি সার তৈরিতে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করার আশ্বাস তাদের।
স্থানীয় পর্যায়ে গুটি সার উৎপাদন ও ব্যবহারের এই উদ্যোগ কৃষকদের খরচ কমানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।











