ঝিনাইদহে নির্মাণাধীন মসজিদ ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
 - / ১৫৫৪ বার পড়া হয়েছে
 
ঝিনাইদহে নির্মাণাধীন মসজিদ ভাংচুরের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
দুপুরে শৈলকুপা উপজেলার বড়দিয়া গ্রামে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় বাসিন্দারা। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ওই গ্রামের মুসল্লীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তারা বলেন, গড়াই নদীর ভাঙ্গনে গ্রামের মসজিদ নদীগর্ভে চলে গেছে। নতুন করে আবারো মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু গত ২২ এপ্রিল দুষ্কৃতিকারীরা নির্মাণাধীন মসজিদটি ভাংচুর করে। এসময় বক্তারা জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান।
সাতক্ষীরার পুলিশ সুপার সম্পর্কে ফেসবুকে মিথ্যা ও ভুয়া তথ্য দেয়া এসএম বাদশা মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতি আয়োজনে বড়বাজার ব্রীজে এই মানববন্ধন হয়।
																			
																		













