ঝিনাইদহে নির্বিচারে হত্যা করা হচ্ছে বন্য ও জলজ প্রাণী

- আপডেট সময় : ১২:১৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহে নির্বিচারে হত্যা করা হচ্ছে বন্য ও জলজ প্রাণী। কোন ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন। প্রকৃতিবিদরা বলছেন, প্রাণী হত্যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এসব প্রাণী হত্যাকারীদের আইনের আওতায় আনা ও জনসচেতনতা বাড়ানোর দাবি তাদের। প্রাণী ধরা ও হত্যা বন্ধে বন বিভাগকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কুমির, শুশুক, মেছো বাঘ কিংবা গন্ধ গোকুল। কোন বন্য প্রাণীই ধরা বা হত্যা বাদ পড়ছে না, এ এলাকার মানুষের হাত থেকে। ফাঁদ পেতে, তাড়া করে ধরা হচ্ছে এসব প্রাণী। পিটিয়ে মেরে করা হচ্ছে উল্লাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হচ্ছে লাইভ ও পোস্ট।
সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা বলছেন, বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে পোস্টারিং, মাইকিং কিংবা সভা-সমাবেশ প্রয়োজন।
প্রকৃতিবিদদের মতে, বন্য ও জলজ প্রাণী নির্বিচারে হত্যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। জনগণকে সচেতন করতে প্রশাসনিক পদক্ষেপ নেই বলে অভিযোগ এই প্রকৃতিবিদের।
জনবল সংকট ও পর্যাপ্ত ট্রেইনিং না থাকার দোহাই দিয়ে বন কর্মকর্তা বলছেন, এসব প্রাণী ধরা ও হত্যা বন্ধে জনসচেতনতা বাড়তে পদক্ষেপ নেওয়া হবে।
বন বিভাগকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস দিলেন এই কর্মকর্তা।
এভাবে চলতে থাকলে একসময় জলজ ও বন্য প্রাণী বিলুপ্ত হয়ে পড়বে। প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।