ঝিনাইদহে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

- আপডেট সময় : ০৬:৩২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সকালে শহরের পায়রা চত্বরে জেলা ট্রাক শ্রমিক সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা ট্রাক শ্রমিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম সাগর, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মোশারেফ। পরে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিক, শারিরীক প্রতিবন্ধীসহ কয়েক হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এদিকে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৪১ শিক্ষার্থী কম্পিউটারসহ কারিগরি শিক্ষা সম্পন্ন করে পেলো যুব উন্নয়ন অধিদপ্তরের সনদ।
দুপুরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলার ভাদুয়ার নিজস্ব কার্যালয়ে এসনদ বিতরণ করা হয়। পরে দরিদ্র মাঝে কম্বল বিতরণ করা হয়।