ঝিনাইদহে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা জাতীয় পার্টির সম্মেলন হয়। সাবেক সভাপতি শহীদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার। প্রধান বক্তা ছিলেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রাশেদ মজুমদার। এসময় আরো উপস্ছিত ছিলেন, সদস্য সচিব এমদাদুল ইসলাম বাচ্চু। সভা শেষে উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। এসময় বক্তারা, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শকে বুকে লালন করে বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।