গুলি করে হত্যার ২১ দিন পর বাংলাদেশী আব্দুর রহিমের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ১৬১০ বার পড়া হয়েছে
ঝিনাইদহে গুলি করে হত্যার ২১ দিন পর বাংলাদেশী আব্দুর রহিমের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
গেলরাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুরে বিজিবি ও বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে ভারতীয় পুলিশ মহেশপুর থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। সে সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ নিহতের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। গত ৩ নভেম্বর মহেশপুর উপজেলার বাউলি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুর রহিম ভারতে অনুপ্রবেশ করে গরু আনতে যায়। পরে ফেরার পথে ভারতের ৯৯ ব্যাটালিয়নের নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সদস্যদের সামনে পড়লে তারা আব্দুর রহিমকে গুলি করে হত্যা করে।