ঝিনাইদহে করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা কর্মসূচীর উদ্বোধন

- আপডেট সময় : ০৭:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
‘ভীড়ে নয়, নীড়ে থাকুন, বাসার বাইরে মাস্ক পরুন’– এ শ্লোগানে ঝিনাইদহে করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
সকালে শহরের এইচ.এস.এস সড়কের জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচীর আয়োজন করে দলটি। এসময় জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাডভোকেট এম এ মজিদসহ অন্যারা উপস্থিত হন। আয়োজকরা জানান, একটি মেডিকেল টিমসহ ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত রাখা হয়েছে। করোনায় আক্রান্ত মুমুর্ষ রোগীরা ফোনে যোগাযোগ করলে তাদের বাড়িতে পৌঁছে দেয়া হবে সিলিন্ডার। এছাড়া অক্সিজেন ফুরিয়ে গেলে আবার নতুন করে দেয়া হবে।
করোনায় আক্রান্ত শাসকষ্টের রোগীদের বিনামুল্যে অক্সিজেন সেবা দেয়া শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নড়াইল ইউনিট। বাসা-বাড়িতে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হলে রেডক্রিসেন্ট সোসাইটির হট নম্বরে ফোন দিলেই স্বেচ্ছাসেবকরা বাড়িতে পৌঁছে দিচ্ছে অক্সিজেন সিলিন্ডার। এই সেবা দিনরাত ২৪ ঘন্টাই চালু।