ঝিনাইদহে ও নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব

- আপডেট সময় : ০২:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৬০৮ বার পড়া হয়েছে
শুরু হয়েছে নবান্ন উৎসব এসো মিলি সবে, নবান্ন উৎসবে এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ও নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব।
ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেলে সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। শুরুতে আমন ধান কেটে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। সেখানে পরিবেশিত হয় নবান্নের গান। পরে ডেফল বাড়িয়া গ্রামের একটি বাড়িতে প্রদর্শণ করা হয় নানা প্রকার পিঠার। এছাড়াও পিঠা বানিয়ে অতিথিদের পরিবেশন করা হয়। পরে ডেফলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
নওগাঁয় উপজেলার বামনকুড়ি গ্রামে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এই উৎসবের আয়োজন করে। সহরায় উৎসবের মধ্যদিয়ে সকল মানব জাতি, ফসল, গবাদী পশু ও প্রকৃতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। এছাড়াও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি তুলে ধরে গ্রামেই বসানো হয় মেলা। পাশাপাশি আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করেন নারী পুরুষ।